Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ছনুয়া ইউনিয়ন

ছনুয়া ইউনিয়ন। ফেনী সদর উপজেলার দক্ষিণ পূবাঞ্চলে মনোরম প্রাকৃতিক আবহে এটির অবস্থান। এ ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে শান্ত শীতল কালিদাস পাহালিয়া নদী। ইতিহাস ঐতিহ্যের দিক থেকে এ অঞ্চলের ব্যাপক সুনাম রয়েছে এবং ঐতিহ্যের সে ধারা এখনো অভ্যাহত রয়েছে। অসংখ্য জ্ঞানী-গুনি ও সাধকেরজন্ম এখানেই।বিখ্যাত নাট্য ব্যাক্তিত্ব ড. ইনামুল হক, মহি উদ্দিন বাহর ও আধ্যাত্বিক সাধক ফকির গরিবুল্লা শাহ এ পুণ্য ভূমিতে জন্মেছেন। মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলের শতশত তরুণ, যুবক সর্বস্ব বিলিয়ে লাল সবুজের পতাকা অর্জনে যাপিয়ে পড়ে। কালপরিক্রমায় মোটবী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল রেখে চলেছে।

(ক) নাম: ১০নং ছনুয়াইউনিয়ন পরিষদ

(খ) আয়তন: ১৮ বর্গ মিচার

(গ) লোক সংখ্যা: ২১,৩৬২ জন(২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)

(ঘ) গ্রামের সংখ্যা: ০৯ টি

(ঙ) মৌজার সংখ্যা : ০৯ টি

(চ) হাট বাজার সংখ্যা: ০২ টি

(ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম: রিক্সা ও সিএনজি

(জ) শিক্ষর হার:

(১) সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০টি

          (খ) ছিলোনিয়াসরকারী প্রাথমিক বিদ্যালয়

(খ)  ছনুয়াসরকারী প্রাথমিক বিদ্যালয়

(গ) পূর্বছিলোনিয়া  সরকারী প্রাথমিক বিদ্যালয়

(ঘ) দমদমাসরকারী প্রাথমিক বিদ্যালয়

(ঙ) টংগীরপাড়াসরকারী প্রাথমিক বিদ্যালয়

(চ)  সরকারী প্রাথমিক বিদ্যালয়

(ছ) কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

 (২) বে-সরকারী রেজি: প্রা: বিদ্যালয়: ২ টি

(ক) বোগদাদিয়ারেজি: প্রা: বিদ্যালয়

(খ) বেগম সামছুন নাহার রেজি: প্রা: বিদ্যালয়

(৩) উচ্চ বিদ্যালয়: ৩টি

(ক) ছনুয়াউচ্চ বিদ্যালয়

 (৪) মাদরাসার : ৪টি

(ক) লস্করহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা

(খ) লক্ষীপুর বাইতুল আমিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা

(গ) লক্ষীপুর জামেয়া রশিদিয়া

(ঘ) ভূঁঞার হাট দাখিল মাদ্রাসা

(ঝ) দায়িত্বরত চেয়ারম্যান : অধ্যাপক এম. এ খালেক

(ঞ) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান : ১ টি

(ট) ঐতিহাসিক/ পর্যটন স্থান : নেই।

(ঠ) সাংস্কৃতি প্রতিষ্ঠান: ১ টি

          (১) লস্করহাট সাহিত্য সাংস্কৃতিক সংসদ (লসাস)

(ড) ইউপি ভবন স্থাপনকাল : ১৯৫০ সাল

() নব গঠিত পরিষদের বিবরণ :

          শপথ গ্রহনের তারিখ : ২৪/০৮/২০১১ইং।

          প্রথম সভার তারিখ : ০৮/০৯/২০১১ইং।

মেয়াদ উত্তীর্ণের তারিখ : ২৫/০৮/২০১৬ইং।

() গ্রাম সমূহের নাম :

ছনুয়া             লক্ষ্মীপুর                   বেদরাবাদ শিলুয়া                 

সাহাপুর          সাতসতি                   ইজ্জ্বতপুর

গঙ্গানগর                  কচুয়া             বাঘাইয়া।

 

() ইউনিয়ন পরিষদেরজনবল :

          ১। নির্বাচিত পরিষদ সদস্য- ১৩ জন।

          ২। ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন।

          ৩। ইউনিয়ন গ্রাম পুলিশ- ৯ জন।

 

চিত্রে ইউনিয়ন

যোগাযোগ ব্যবস্থা

ফেনী সদর উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ৫কিলোমিটার।

সদর উপজেলা কমপ্লেক্স থেকে সিএনজি যোগে হাজীআলীনেওয়াজকোম্পানি বাজারে আসা যায়।

উপজেলা থেকে ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা:

(১) রিক্সা ভাড়ার হার : ৬০-৭০ টাকা।

(২) সিএনজি ভাড়ার হার : ২০-২৫ টাকা।