ঐতিহাসিক কচুয়া জামে মসজিদটি ১৮১৫ সালের দিকে তৎকালীন বাংলার শাসক প্রতিষ্ঠা করেন। এই মসজিদটি প্রাচীণ ঐতিহ্য বাহন করে আসছে । ছনুয়া ইউনিয়নের মধ্যে এই মসজিদটি খুব প্রাচীন মসজিদ ও মুসলমানদের পবিত্র স্থান বলে পরিচিত । এই মসজিদের পাশে এই মসজিদের প্রথম খতিবের মাজার রয়েছে। এই মাজারে অনেক লোক পূর্ণ লাভের আশায় যিয়ারতে আসেন । এই খানে প্রতিবছর ১লা মহরম ওরশ অনুষ্ঠিত হয় । এ সময় দেশ-বিদেশের অনেক লোকের সমাগম হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS