Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ঐতিহাসিক কচুয়া জামে মসজিদ
Location
ছনুয়া
Transportation
ফেনী সদর উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের দূরত্ব প্রায় ৫কিলোমিটার। সদর উপজেলা কমপ্লেক্স থেকে সিএনজি যোগে হাজীআলীনেওয়াজকোম্পানি বাজারে আসা যায়। উপজেলা থেকে ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা: (১) রিক্সা ভাড়ার হার : ৬০-৭০ টাকা। (২) সিএনজি ভাড়ার হার : ২০-২৫ টাকা।
Details

ঐতিহাসিক কচুয়া জামে মসজিদটি ১৮১৫ সালের দিকে তৎকালীন বাংলার শাসক প্রতিষ্ঠা করেন। এই মসজিদটি প্রাচীণ ঐতিহ্য বাহন করে আসছে । ছনুয়া ইউনিয়নের মধ্যে এই মসজিদটি খুব প্রাচীন মসজিদ ও মুসলমানদের পবিত্র স্থান বলে পরিচিত । এই মসজিদের পাশে এই মসজিদের প্রথম খতিবের মাজার রয়েছে। এই মাজারে অনেক লোক পূর্ণ লাভের আশায় যিয়ারতে আসেন । এই খানে প্রতিবছর ১লা মহরম ওরশ অনুষ্ঠিত হয় । এ সময় দেশ-বিদেশের অনেক লোকের সমাগম হয়।